বাসে অগ্নিসংযোগের অভিযোগে কেরানীগঞ্জে আটক ৩
কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে গত ২০ জানুয়ারি কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে একটি বাসে ছাত্রদলের নেতাকর্মীরা পেট্রল ঢেলে বাসে অগ্নিসংযোগ করেছিল বলে জানিয়েছেন ঢাকা জেলা এসপি হাবিবুর রহমান।
শুক্রবার দুপুর ১২টায় রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
বাসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত অভিযোগে ২৯ জানুয়ারি গভীর রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় রাজেন্দ্রপুর বাজার সংলগ্ন নোয়াদ্দা গ্রামে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।
গ্রেফতারকৃতরা হলের, মো. ফজল মিয়া ওরফে সজল(২২), খায়রুল ইসলাম ওরফে সিলটি খায়রুল(২৬) ও শওকত ইসলাম।
তবে এঘটনায় মূল হোতা তেঘরিয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পাভেল মোল্লাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
সংবাদ সম্মেলনে ঢাকা জেলার এসপি মো. হাবিবুর রহমান বলেন, গত ২০ জানুয়ারি ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর বাসস্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে থাকা সিরাজদিখান পরিবহনের একটি বাসে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় ৩০/৪০ জন নেতাকর্মী। এসময় বাসটিতে ঘুমিয়ে ছিলেন হেলপার চালক। আগুন লেগে গেলে চালক ও হেলপার জানালার কাচ ভেঙ্গে বের হতে গিয়ে আহত হয়। পরে তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি জানান, অগ্নিকান্ডের ঘটনায় বাসের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়।
এঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মো. সোহরাব হোসেন বাদী হয়ে বিস্ফোরক আইনে অজ্ঞাতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলায় তদন্ত সাপেক্ষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, এঘটনায় মূল হোতা তেঘরিয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পাভেল মোল্লা। তার নির্দেশে তারা বাসে অগ্নিসংযোগ করেছিলেন তবে পাভেলকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
হুকুমদাতা হিসেবে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হবে কিনা সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে হাবিবুর রহমান বলেন, আমরা আগে পাভেলকে গ্রেফতার করতে চাই। পাভেলকে গ্রেফতার করতে পারলে অনেক তথ্য জানা যাবে।
পরে গ্রেফতারকৃতরা সাংবাদিকদের জানান, পাভেলের নির্দেশে তারা ওই দিন বাসে পেট্রল নিক্ষেপ করে অগ্নিসংযোগ করেছিলেন।
জেইউ/এআরএস