রাজধানীতে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার


প্রকাশিত: ০৯:৩০ এএম, ৩০ জানুয়ারি ২০১৫

রাজধানীর রুপনগর এলাকা থেকে অজ্ঞাত (২০) এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে লাশটি উদ্ধার করে রুপনগর থানা পুলিশ।

রুপনগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, সংবাদ পেয়ে পুলিশ রুপনগরের বেড়িবাধ এলাকা থেকে যুবকের গুলিবিদ্ধ লাশটি উদ্ধার করে। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

লাশটি উদ্ধারের সময় তার পরণে ছিল জিন্স প্যান্ট ও গোলাপী রঙের গেঞ্জি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায় পুলিশ। ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক এ বিষয়টি নিশ্চিত করেন।

জেইউ/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।