ক্ষেত্র বিশেষে শক্তি প্রয়োগ অপরিহার্য : ড. মিজান


প্রকাশিত: ১০:১২ এএম, ৩১ জানুয়ারি ২০১৫

মানুষের জানমাল ও অধিকার রক্ষায় ক্ষেত্র বিশেষে শক্তি প্রয়োগ অপরিহার্য হয়ে পড়ে। তাই মানুষের নিরাপত্তার কথা ভেবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুলিশকে শক্তি প্রয়োগের নির্দেশ দিয়েছেন। শনিবার রাজধানীর শাহাবাগে জাতীয় মানবাধিকার কমিশনের আয়োজনে ‘শান্তির জন্য পদযাত্রা’ কর্মসূচি শেষে  জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান এ কথা বলেন।

দেশজুড়ে নাশকতা ও পেট্রলবোমা নিক্ষেপসহ চলমান সহিংসতা বন্ধের দাবিতে এ শান্তি পদযাত্রার আয়োজন করে জাতীয় মানবাধিকার কমিশন। সকাল সাড়ে ১০টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে এ পদযাত্রা শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

ড. মিজান বলেন, সাধারণ মানুষকে নিরাপত্তাহীনতায় ঠেলে দিয়ে গণতান্ত্রিক আন্দোলন হয় না। এভাবে গণতন্ত্র অর্জন সম্ভব নয়। তিনি আরও বলেন, প্রায় ১৫ লাখ পরীক্ষার্থীর জীবন অনিশ্চয়তার মুখে চলে গেছে। আপনারা যদি জনগণের জন্য রাজনীতি করেন, তবে এসব কর্মসূচি প্রত্যাহার করুন। এদের ভবিষ্যত অনিশ্চিত করবেন না।

সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য কাজী রিয়াজুল হক ও মাহফুজা খানম প্রমুখ।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।