মির্জা ফখরুলের মা হাসপাতালে


প্রকাশিত: ১১:২৪ এএম, ৩১ জানুয়ারি ২০১৫

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতেমা আমিনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকাল সোয়া ৩টায় তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপির প্রচার সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স এ তথ্য নিশ্চিত করেছেন। ৮০ বছর বয়সী আমিনা বার্ধক্যজনিত রোগে ভুগছেন বলে জানান তিনি।

ইমরান সালেহ জানান, বনানীর ডিওএইচএসে মেয়ের বাসায় ছিলেন ফাতেমা আমিনা। দুপুরে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়। ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক অধ্যাপক নুরুল ইসলামের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছেন।

ফাতেমা আমিনার স্বামী প্রয়াত মির্জা রুহুল আমিন এরশাদের আমলে মন্ত্রী ছিলেন। ঠাকুরগাঁও থেকে একাধিকবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।