রানার বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশিত: ১২:১৬ পিএম, ৩১ জানুয়ারি ২০১৫

‘নিজেকে প্রকাশ করো’ এই প্রত্যয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বাছাইকৃত শিক্ষার্থীদেরকে নিয়ে ‘উইন্টার লিডারশীপ ট্রেনিং প্রোগ্রাম-১৫’ শিরোনামে দিনব্যাপী লিডারশীপ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে নতুন প্রজন্মের সামাজিক সংগঠন রানার বাংলাদেশ সোসাইটি। শুক্রবার ঢাকার লালমাটিয়ায় অবস্থিত রানার কনফারেন্স হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় ইয়ং জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ -এর আহ্বায়ক আবদুল্লাহ হাসান বলেন, এই প্রজন্মের লিডারদের অন্যতম বৈশিষ্ঠ্য হলো যোগাযোগ করা। যে যত বেশি যোগাযোগে পারদর্শী তার লিডার হওয়ার যোগ্যতা বেশি।

তাই ভবিষ্যতে নেতৃত্ব দেয়ার জন্য লিডারদের যোগাযোগ ও নিজেকে মেলে ধরার প্রতি গুরুত্বারোপ করেন তিনি। এছাড়া প্রশিক্ষণে অংশ নেয়া সবাইকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে প্রকাশ করার পরামর্শ দেন তিনি।
 
প্রশিক্ষণে অংশ নেয়া শিক্ষার্থীদের উদ্দেশে এক্সিকিউটিভ ডিরেক্টর আবদুল্লাহ জোবায়ের এবং ‘এই দেশ’ এর আহ্বায়ক শমসের আলি হেলাল বলেন, আজকের তরুণ প্রজন্ম আগামীদিনে জাতির কর্ণধার। তোমরা বাংলাদেশকে আগামীতে বিশ্বদরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করবে। তোমাদের সৃজনশীলতা, মননশীল চিন্তাধারায় এবং তোমাদের নেতৃত্বের গুণাবলীর দ্বারা এই দেশ অনেকদূর এগিয়ে যাবে। রানার বাংলাদেশের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তরুণ প্রজন্মের মেধা বিকাশে তারা কাজ করে যাচ্ছে। এভাবে সমাজের প্রত্যেককে এগিয়ে আশা প্রয়োজন।

তিনি আরো বলেন, নিজের মধ্যে নেতৃত্বের গুনাবলী বিকশিত করার জন্য অবশ্যই নিজের জীবনধারার উন্নয়ন প্রয়োজন।  

বাংলাদেশ ইনিশিয়েটিভ ফর পলিটিকাল  ডেভেলপমেন্ট (BIPD) -এর এক্সিকিউটিভ ডিরেক্টর আবদুল্লাাহ জোবায়ের বলেন, আগামীর প্রজন্মকে স্বনির্ভর প্রজন্ম হিসেবে গড়ে তুলতে অবশ্যই বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষতাকে কাজে লাগিয়ে নিজেদের নৈতিকতার ভিত্তিতে আধুনিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। সাথে সাথে নিজেকে একজন ভালো মানুষ হিসেবেও গড়ে তুলতে হবে।

রানার বাংলাদেশ সোসাইটির যুগ্ম আহ্বায়ক রানার আবদুল্লাহ শাহীন বলেন, আজকের তরুণ সমাজ হবে আগামী দিনের বাংলাদশের নেতৃত্বের ধারক-বাহক। আর রানার বাংলাদেশ সোসাইটি হবে সেই সাফল্যের এগিয়ে যাওয়ার মাধ্যম।

তিনি আরো বলেন, আধুনিক জীবনধারার সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে তরুণ সমাজ দেশের প্রতি, দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ ভুলতে বসেছে। এই সমস্যা উত্তরণে রানার বাংলাদেশ সোসাইটি তরুণদের নিয়ে কাজ করবে।    
     
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন- “রানার বাংলাদেশ সোসাইটির” রানার শাফিকুল হাসান ও রানার তাজওয়ার কাসেম। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- রানার বাংলাদেশ সোসাইটির অন্যতম পৃষ্ঠপোষক রানার রাফিকুল হাসান, শাহেদ শরীফ, রাকিব আল হাসান, তৌহিদ ইসলাম, সাইয়েদ আল হক, আশরাফুল আলম তালহা, পাবেল আবির, জাহেদা টুম্পা ও রানার বাংলাদেশে সোসাইটির অন্যান্য রানার’রা।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।