নিতুর হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের নির্দেশ
মাদারীপুরের নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী নিতু মন্ডলের হত্যাকারীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শিক্ষামন্ত্রী সোমবার মাদারীপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে টেলিফোনে কথা বলেন এবং নিতু মন্ডলের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার নির্দেশ দেন যাতে আর কেউ এ ধরণের দুষ্কর্মের সাহস না পায়।
এ সময় শিক্ষামন্ত্রী নিতু মন্ডলের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
অধ্যাপক তৌফিক সিদ্দিকীর জানাজায় শিক্ষামন্ত্রী
বান্দরবানের রুমায় ঝরনার পানিতে ডুবে নিহত বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের অধ্যাপক তওফিক সিদ্দিকীর জানাজা সোমবার সকালে ঢাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতর চত্বরে অনুষ্ঠিত হয়।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইনসহ মন্ত্রণালয় ও অধিদফতরের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা জানাজায় শরিক হোন।
জানাজা শেষে শিক্ষামন্ত্রী মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।
এইচএস/এসএইচএস/আরআইপি