মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
মিরপুরের নাসিম প্লাজায় অগ্নিকাণ্ডে ১৩ জনের মৃত্যুর ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপপরিচালক জহুরুল আমিন মিয়াকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান জানান, এ কমিটি আগামী তিনদিনের মধ্যে তদন্ত শেষে প্রতিবেদন দেবে। আশা করা যায়, অগ্নিকাণ্ডের মূল কারণ জানা যাবে।
শনিবার রাত ১০টার দিকে মিরপুর শাহ আলী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ১৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে নিহতদের সবার পরিচয় পাওয়া যায়নি। ডিএনএ পরীক্ষার পর এটা নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় চারজনের পরিচয় শনাক্ত হওয়া গেছে। এদের একজন হলেন রাজিয়া বেগম। রাজিয়া বেগম ওই ভবনের দ্বিতীয় তলায় পিওন পদে কাজ করতেন। তার স্বামীর নাম আইয়ুব আলি। তাদের বাড়ি ঝালকাঠি জেলায়।
দ্বিতীয়জন হলেন তাজবীর হাবিব। বাবার নাম আহসান হাবিব। তাজবীর হাবিব ওই ভবনের তৃতীয় তলায় মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
তৃতীয়জনের নাম ঈশিতা। বাবার নাম ইকবাল হোসেন। তৃতীয় তলায় একাউন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন ঈশিতা।
চতুর্থজন মোখলেসুর রহমান বাচ্চু। বাবার নাম জামাল উদ্দিন। বাচ্চু ওই ভবনের যে কোনো একটি ফ্লোরে কর্মচারী হিসেবে কাজ করতেন।
এর আগে শনিবার বিকেল ৫টায় মিরপুর এক নম্বরে সনি সিনেমা হলের পেছনের নাসিম প্লাজা নামে একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট এক ঘণ্টার চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিএ/এমএস