জজ কোর্টের সামনে ৬টি ককটেল বিস্ফোরণ


প্রকাশিত: ০৭:২৭ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৫

ঢাকা জজ কোর্টের সামনের রাস্তায় পরপর ছয়টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ ১০ থেকে ১২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। হঠাৎ ককটেল বিস্ফোরণে সকলের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং সবাই ছোটাছুটি করতে শুরু করে। চারদিক ধোঁয়ায় ঢেকে যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

মহানগর দায়রা জজের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাক্করুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানান ওসি।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।