ঢাকার জেলা জজ বদলি


প্রকাশিত: ১০:১৯ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৫

ঢাকার জেলা ও দায়রা জজ মো. আবদুল মজিদকে বদলি করে ঢাকার প্রশাসনিক ট্রাইবুনাল নং-২ এর সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সুপ্রীমকোর্টের সাথে পরামর্শক্রমে এ বিষয়ে আইন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তি জারি করেছে।

আইন মন্ত্রণালয়ের অপর দুটি বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের সচিব (জেলা ও দায়রা জজ) ফরিদ আহমেদ শিবলীকে প্রেষণে বাংলাদেশ সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার পদে এবং বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সাব্বির ফয়েজকে প্রেষণে সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার পদে নিয়োগ দেয়া হয়েছে।

এ বদলি দুটি মাননীয় প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী করা হয়েছে বলে আইনমন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এসএ/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।