রাজধানীতে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ
রাজধানীর মালিবাগে চৌধুরিপাড়া এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে প্রচেষ্টা পরিবহনের একটি বাসে আগুনের এ ঘটনা ঘটে। এতে আক্তার হোসেন (৫০) নামে বাসের এক যাত্রী আহত হয়েছেন।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। প্রচেষ্টা পরিবহনের বাসটি ঢাকা-মাওয়া সড়কে চলাচল করে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ভজন কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অপরদিকে গুলশানের শাহজাদপুরে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের পাশের গলিতে সকালে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়েছে।
গুলশান থানার ওসি (তদন্ত) ফিরোজ কবীর জানান, কয়েকজন এসে ককটেল ফাটায়। পুলিশের ধাওয়ায় তারা পালিয়ে গেছে।
অন্যদিকে চকবাজার থানাধীন ইসলামবাগ এলাকায় দুর্বৃত্তদের ছোড়া ককটেলের আঘাতে দুই ব্যক্তি আহত হয়েছেন। তাদের নাম- মোহাম্মদ আজিজ (৩৫) ও নয়ন (১৬)। মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে ইসলামবাগ কাঁচাবাজারের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে স্প্লিন্টারের আঘাতে পরিচ্ছন্নকর্মী আজিজ ও দোকান কর্মচারী নয়ন আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে।
জেইউ/এআরএস/পিআর