তিন বছরের মধ্যে ৭০ শতাংশ এলাকায় বিদ্যুৎ দেয়া সম্ভব


প্রকাশিত: ০১:০৩ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৫

আগামী ৩ বছরের মধ্যে দেশের ৭০ শতাংশ এলাকায় বিদ্যুৎ সেবা পৌঁছে দেয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। মঙ্গলবার সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি আরো বলেন, আগামী ২০২১ সালের মধ্যে ৮০ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা পাবে। বৈদ্যুতিক মিটারের পর্যাপ্ত মজুদ রয়েছে। চাহিদা অনুযায়ী মিটার সরবরাহ করা যাবে।

সরকারি দলের এম. আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুতের ওভারলোডের কারণে প্রতিমাসে গড়ে ২ থেকে ৩ হাজার বিতরণ ট্রান্সফরমার পুড়ে যাচ্ছে।

তিনি বলেন, এ ব্যাপরে বিভিন্ন ব্যবস্থা নেয়া হয়েছে, এসব ব্যবস্থা বাস্তবায়ন হলে আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে ওভারলোডেড ট্রান্সফরমার পোড়ার পরিমাণ শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব হবে।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।