কোকোর জন্য বিশেষ মোনাজাত শুক্রবার


প্রকাশিত: ০২:১১ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৫

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে সারা দেশে দোয়া ও বিশেষ মোনাজাত করা হবে শুক্রবার।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান ও শামসুদ্দীন দিদার জানান, বুধবার এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। অনিবার্য কারণে তা পরিবর্তন করে শুক্রবার নির্ধারণ করা হয়েছে। সারা দেশে শুক্রবার যার যার সুবিধামতো সময়ে এ দোয়া অনুষ্ঠান করার জন্য দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেন কোকো। ২৭ জানুয়ারি তাঁর মরদেহ দেশে এনে বনানীতে দাফন করা হয়।

এমএম/এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।