খালেদার কার্যালয়ের সামনে এসএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন


প্রকাশিত: ০৬:৪৯ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৫
ফাইল ফটো

চলমান অনির্দিষ্টকালের অবরোধ ও হরতাল প্রত্যাহারের দাবি জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে এসএসসি পরীক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা ১২টায় শুরু হয়ে মানববন্ধনটি শেষ হয় ১২টা ৫০ মিনিটে। এ সময় মানববন্ধন থেকে শিক্ষার্থীরা জানান, এসএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে যেন অবরোধ ও হরতালের মতো ধ্বংসাত্মক কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়।

মানববন্ধন শেষে এসএসসি পরীক্ষার্থীরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে একটি স্মারকলিপি প্রদান করেন।  

মানববন্ধনে গুলশান মডেল স্কুল এন্ড কলেজ, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ, কালাচাঁদপুর স্কুল এন্ড কলেজ, উত্তরা স্কুল এন্ড কলেজসহ বেশ কয়েকটি স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।

এমএম/বিএ/আরআইপি


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।