শাহজালালে ভারতীয় জাল মুদ্রাসহ পাকিস্তানি আটক


প্রকাশিত: ০৯:১১ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৭০ লাখ টাকা সমমূল্যের ভারতীয় জাল মুদ্রাসহ এক পাকিস্তানি নাগরিককে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। আটককৃতের নাম আকরাম হোসেন। বুধবার দুপুর ১২টায় পাকিস্তানের করাচি থেকে পিকে-২৬৬ নামক বিমান যোগে শাহজালালে অবতরণ করার পর তাকে জাল মুদ্রাসহ আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছন শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ময়নুল হোসেন খান। তিনি জানান, আকরাম পাকিস্তানী বংশোদ্ভূত। দুপুরে তিনি পিকে-২৬৬ বিমানে করে শাহজালাল বিমান বন্দরে অবতরণ করেন।

তার গতি প্রকৃতি সন্দেহপ্রবণ হওয়ায় শুল্ক গোয়েন্দা সদস্যরা তাকে আটক করে তল্লাশী চালায়। এসময় তার সঙ্গে থাকা কালো রংয়ের সুইটকেস থেকে ৬৯.৯৭ লাখ টাকা সমমূল্যের ভারতীয় মুদ্রা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, আকরামের সাথে জাল মুদ্রা ও মুদ্রা চোরাচালান চক্রের যোগসাজশ রয়েছে। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে। বিকেলে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ময়নুল ইসলাম বলেন, গত এক মাসে বিমানবন্দরে প্রায় ৩৭ কোটি টাকা সমমূল্যের বিদেশী মুদ্রা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।


জেইউ/এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।