খালেদার কার্যালয়ের সামনে গাড়িচালকদের অনশন


প্রকাশিত: ০৮:৫৪ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৫

চলমান অনির্দিষ্টকারের অবরোধ ও হরতাল প্রত্যাহারের দাবিতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনের রাস্তায় অনশন কর্মসূচি পালন করছেন গাড়িচালকরা।

বৃহস্পতিবার দুপুর ১টায় কয়েক হাজার গাড়িচালক কাফনের কাপড় পরে কার্যালয়ের সামনের রাস্তায় অবস্থান নেন। এ সময় অবরোধ-হরতাল প্রত্যাহার না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি পালন করে যাবেন বলে ঘোষণা দেন গাড়িচালকরা।

কর্মসূচিতে হরতাল ও অবরোধের নামে বাস-ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ বন্ধসহ খালেদা জিয়ার গ্রেফতারের দাবি জানান অনশনকারীরা।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।