গুলশান চত্বরে চলছে গাড়ী চালকদের অবস্থান কর্মসূচি
বিএনপি সমর্থিত ২০ দলীয় জােটের হরতাল ও অবরোধের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হওয়া গাড়ী চালকদের আন্দােলন এখনো অব্যাহত রয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২ টা থেকে এখন চলছে জুমার নামাজের বিরতি। এর আগে গতরাতেও গুলশান-২ চত্বরে অবস্থান অব্যাহত রেখেছিলেন তারা।
সরেজমিনে দেখা গেছে, রাতভর জাগ্রত থাকার পর সকাল থেকেই বিরামহীনভাবে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী গাড়ী চালকেরা হরতাল ও অবরোধ বিরোধী স্লােগান অব্যাহত রেখেছেন। পাশাপাশি সাধারণ জনতাও অংশ নিচ্ছেন এই আন্দােলনে।
গায়ে এবং মাথায় কাফনের কাপড় পরিহিত অবস্থায় গুলশান চত্বরে অংশগ্রহণকারীরা জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত বিএনপি হরতাল ও অবরোধ প্রত্যাহার না করবে ততক্ষণ পর্যন্ত তাদের এই বিরতিহীন কর্মসূচি চলবে।
সূত্র জানায়, গতকাল থেকে অবস্থান নেয়ার পর থেকে যথাসময়ে তাদেরকে খাবারের ব্যবস্থা করা হয়েছে। সকাল থেকে প্রাইভেটকারে করেও গুলশান চত্বরে এসে অনেক শ্রমিক এই অান্দােলনে অংশ নিচ্ছেন।
এমএম/এআরএস/এমএস