কক্সবাজারে নতুন ডিসি আলী হোসেন


প্রকাশিত: ১১:৩৪ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৫

পর্যটন এলাকা কক্সবাজারে নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের উপ সচিব মো. আলী হোসেনকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার জনপ্রশাসন এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

আলী হোসেন পদাধিকার বলে জেলা ম্যাজিস্ট্রেট হিসেবেও দায়িত্ব পালন করবেন বলে আদেশে বলা হয়।

আলী হোসেন জাগোনিউজকে বলেন, তিনি শিগগিরই নতুন দায়িত্বে যোগ দেবেন।

এসএ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।