জানুয়ারিতে ৫০ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ


প্রকাশিত: ১২:০৯ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৫

চলতি বছরের জানুয়ারি মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫০ কোটি ৪ লক্ষ ৪০ হাজার ৭৫৬ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান ও মাদক দ্রব্য আটক করতে সক্ষম হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এর মধ্যে অন্তর্মূখী চোরাচালানের আর্থিক মূল্য ৪২ কোটি  ৫৬ লক্ষ ৩৩ হাজার ৪৩১ টাকা এবং বহির্মূখী চোরাচালানের আর্থিক মূল্য ৭ কোটি ৪৮ লক্ষ ০৭ হাজার ৩২৫ টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি সদরদফতরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা। তিনি জানান, গত জানুয়ারি মাসে বিজিবির অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে- ৪০,৬২৯ বোতল ফেনসিডিল, ৩,৪৭,১৯৭ টি ইয়াবা ট্যাবলেট, ২৪,০৩৪টি উত্তেজক ট্যাবলেট, ২৩,৫৭২ বোতল বিদেশি মদ, ১,২১০ লিটার স্থানীয় মদ, ৬,২৬৫ ক্যান বিয়ার, ৮৯১ কেজি গাঁজা, ১ কেজি ৫০০ গ্রাম হেরোইন, ১,২৬৩ টি নেশাজাতীয় ইনজেকশন এবং ৩,৫৫০ টি বিভিন্ন প্রকারের ট্যাবলেট আটক করা হয়।

এছাড়া গত এক মাসে বিজিবির অভিযানে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- ০৯টি পিস্তল, ০৬টি বন্দুক, ৬টি ম্যাগাজিন, ৩,৭৭২ রাউন্ড গুলি ও ৩৩ কেজি ৭০০ গ্রাম গান পাউডার।

গত জানুয়ারি মাসে বিজিবির অভিযানে সীমান্তে অবৈধ পারাপার ও চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৯৮ জনকে আটক করে নিকটস্থ থানায় সোপর্দ এবং ২৯৬৫টি চোরাচালান মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ১,১৬৯ জনকে আটক করা হয়, যার মধ্যে ২৯৫ জন বাংলাদেশিকে আটক করে থানায় সোপর্দ, ভারতীয় ১৮ জনের মধ্যে ১৪ জনকে স্বদেশে ফেরত ও ০৪ জনকে থানায় সোপর্দ এবং মিয়ানমারের ৭৩৮ জন নাগরিককে আটক করে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে।

এছাড়াও উল্লেখিত সময়ে ১১৮ জন নারী-শিশুকে উদ্ধার করা হয়, যার মধ্যে ৮০ জন নারী ও ৩৮ জন শিশু রয়েছে এবং এ সংক্রান্ত ২৩ টি মামলা দায়ের করা হয়েছে।

জেইউ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।