বনানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার
রাজধানীর বনানী ফ্লাইওভার সংলগ্ন একটি রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে বনানী থানা পুলিশ। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভুঁইয়া মাহবুব হাসান। তিনি জাগোনিউজকে জানান, অজ্ঞাত ওই যুবকের বয়স আনুমানিক ৩২ বছর। যুবকের গলায় বৈদ্যুতিক তার প্যাঁচানো ছিল।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে আগের রাতে শ্বাসরোধ করে হত্যা করে বনানী ফ্লাইওভারের কাছে মরদেহটি ফেলে গেছে দুর্বৃত্তরা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জেইউ/বিএ/এমএস