রাজধানীতে ভবন থেকে ফেলে খুন
রাজধানীর মধ্য বাড্ডা হোসেন মার্কেট কুমিল্লা পাড়ার একটি নির্মাণাধীন ৫ তলা ভবন থেকে ফেলে দিয়ে অজ্ঞাত (৩০) একজনকে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি ওই ভবনের নির্মাণ শ্রমিক ছিলেন।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় জুয়েল ও মাসুম জানান, রাত সাড়ে ১০টা দিকে ওই নির্মাণাধীন ভবন থেকে ঝগড়ার শব্দ শুনে তারা দেখতে যান। ভবনের সামনে গেলে উপর থেকে একজন ব্যক্তিকে তারা নিচে পড়তে দেখেন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির পরনে সাদা গেঞ্জি ও ছাই রঙের ট্রাউজার ছিল।
বাড্ডা থানার ওসি আবদুল জলিল বলেন, ওই এলাকায় মারামারির ঘটনা শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
এসআরজে