সিআইডিকে তাজরীনের মামলা পুনঃতদন্তের নির্দেশ


প্রকাশিত: ০৪:৫১ এএম, ২৩ মার্চ ২০১৫

তাজরীন গার্মেন্টসে অগ্নিকাণ্ডে ১১২ জন শ্রমিক নিহতের ঘটনায় করা মামলা অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার বাদীর না-রাজী আবেদনের প্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর আদলতের বিচারক কাজী শহিদুল  ইসলাম এ আদেশ দেন।

নিহত শ্রমিক রেহানা আখতারের ভাই মতিনুল ইসলামের করা মামলা পুনঃতদন্ত প্রতিবেদন আগামী ১২ এপ্রিল সিআইডিকে উপস্তাপনের নির্দেশ দেন আদালত।

উল্লেখ্য, ২০১২ সালের ২৫ নভেম্বর সাভারের আশুলিয়ায় তাজরীন ফ্যাশনস কারখানায় অগ্নিকাণ্ডে ১১২ জন শ্রমিক নিহত হন।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।