মৎস্য খাতের উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা চায় সুদান


প্রকাশিত: ১২:৩৬ পিএম, ২৯ মার্চ ২০১৫

বাংলাদেশের মৎস্য খাতের উন্নয়নের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এ খাতের উন্নয়নে বাংলদেশের সহযোগিতা চায় সুদান। রোববার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের সাথে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের সমবর্তী দায়িত্বপ্রাপ্ত সুদানের রাষ্ট্রদূত ড. হাসান ই. ইআই তালিব মতবিনিময় সভায় এ আগ্রহ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় রাষ্ট্রদূত মৎস্য ও প্রাণিসম্পদ খাতে অগ্রগতির প্রশংসা করেন। মৎস্য চাষে সুদান বাংলাদেশের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারে বলে রাষ্ট্রদূত মনে করেন। মৎস্য খাতের উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা বিষয়ে বাংলাদেশের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তাদের মাছের উৎপাদন বৃদ্ধি করতে চায় এক্ষত্রে বাংলাদেশের সহযোগিতা প্রয়োজন।

সুদান আয়তনের দিক থেকে একটি বড় রাষ্ট্র উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, এ দেশের নদী-নালায় ব্যাপকভাবে মৎস্য চাষের উন্নয়ন সম্ভব। এক্ষেত্রে সুদান যৌথভাবেও উদ্যোগ গ্রহণে আগ্রহী।

রাষ্ট্রদূত সুদানে বাংলাদেশের বিশেষজ্ঞদের মাধ্যমে জরিপ করে কোন কোন পর্যায়ে সহযোগিতা করা যায় তার ভিত্তিতে দু`দেশের মধ্যে সমঝোতা স্মরক স্বাক্ষরের অনুরোধ করেন।

সভায় তারা মতবিনিময় অনুষ্ঠানে দু`দেশের অন্যান্য স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়েও আলোচনা করেন। বাংলাদেশও ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশ হিসেবে সুদানকে সহযোগিতা করতে আগ্রহী বলে মন্ত্রী রাষ্ট্রদূতকে জানান।-বাসস

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।