দেওয়ানবাগী পীরের শারীরিক অবস্থা অপরিবর্তিত
নিউমোনিয়ায় আক্রান্ত চিকিৎসাধীন দেওয়ানবাগী পীরের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।
রাজধানীর ইউনাইটেড হাসপাতালের ভর্তি এ পীরের অবস্থা গতকাল শুক্রবার অবনতি হলে আইসিইউতে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) স্থানান্তর করা হয়।
হাসপাতালের গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা সাজ্জাদুল রহমান শুভ জানান, হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. নাজমুল ইসলাম ও ইকবাল হোসেনের অধীনে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন দেওয়ানবাগী পীর। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলেও জানান তিনি। এছাড়া চিকিৎসকরা সার্বক্ষণিক তাকে পর্যবেক্ষণে রেখেছেন।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। পরবর্তীতে শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দিলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
এসআই/এনএফ/জেআইএম