রানা প্লাজায় স্মৃতিসৌধ ও শ্রমিক কলোনি নির্মাণের দাবি

ফাইল ছবি
সাভারে রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের স্মরণে স্মৃতিসৌধ ও আহত শ্রমিকদের জন্য কলোনি নির্মাণের দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নামে একটি সংগঠন।
ভবস ধসের সামনে শুক্রবার সকালে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
সমাবেশে ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্ত শ্রমিক-কর্মচারী এবং তাদের পরিবারের স্বজনরা অংশ নেন।
২৪ এপ্রিল গার্মেন্টস শ্রমিক শোক দিবস ঘোষণা, রানা প্লাজায় নিহত-নিখোঁজ ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণ, পুনর্বাসন, দোষীদের বিচার এবং রানা প্লাজার সামনের অবৈধ দোকানপাট উচ্ছেদ করে শ্রমিক স্মৃতিসৌধ ও কলোনি নির্মাণের দাবিতে লাল পতাকা হাতে অংশ নেন সংগঠনের নেতাকর্মীরা।
দাবি না মানলে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।
একে/পিআর