শাহজালালে বিদেশি সিগারেট জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৮৬ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল ১০টার দিকে এসব সিগারেট জব্দ করা হয়।
কাস্টমস কর্তৃপক্ষের সহকারী কমিশনার ফরিদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমানবন্দরের গ্রিন চ্যানেলে দুবাই থেকে আসা এক যাত্রীর দেহ তল্লাশি করে কার্টনগুলো জব্দ করা হয়।
জব্দকৃত সিগারেটগুলোর মধ্যে ২৫৩ কার্টন বেনসন ও ৩৩ কার্টন ইজি ব্র্যান্ডের সিগারেট রয়েছে বলেও জানা গেছে।
জেইউ/এআরএস/বিএ/এমএস