পহেলা বৈশাখে যা খেলেন প্রধানমন্ত্রী


প্রকাশিত: ০৪:২৭ পিএম, ১৪ এপ্রিল ২০১৭

এবারের পহেলা বৈশাখে ইলিশ খাবেন না বলে আগেই ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি দেশের মানুষকে ইলিশ না খাওয়ারও আহ্বান জানিয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন সূত্রে জানা গেছে, আজ পহেলা বৈশাখের দিনে ইলিশ খাননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রীর খাবার তালিকা ছিলো একটু ব্যতিক্রম। ভাতের বদলে খিচুড়ি খেয়েছেন তিনি। ইলিশের বদলে মুরগির মাংস খেয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক গণভবনে কর্মরত প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্র জানায়, খিচুড়ি, মুরগির মাংস, সবজি ও বেগুন ভাজা দিয়ে শুক্রবার দুপুরের খাবার খেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এইউএ/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।