সেক্টর কমান্ডার নুরুজ্জামানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী


প্রকাশিত: ০৩:২১ এএম, ০৬ মে ২০১৭

আজ ৬ মে, মুক্তিযুদ্ধের ৭নং সেক্টরের কমান্ডার লে. কর্নেল (অব.) কাজী নুরুজ্জামান, বীর উত্তমের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী।

মুক্তিযুদ্ধ শুরুর কয়েক বছর আগে পাকিস্তান সেনাবাহিনী থেকে অবসর নিলেও ২৫ মার্চের গণহত্যা তাকে রণক্ষেত্রে স্বভূমিকায় নিয়ে আসে।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির অন্যতম প্রতিষ্ঠাতা এবং সংগঠক ছিলেন তিনি।

১৯২৫ সালের ২৪ মার্চ যশোর জেলায় রাধীদের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি নুরুজ্জামান প্রগতিশীল লেখক ও চিন্তাবিদ হিসেবেও সক্রিয় ছিলেন।

২০১১ সালে ৮৬ বছর বয়সে মারা যান কাজী নুরুজ্জামান।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।