সারাদেশে ঝড়োহাওয়াসহ মুষলধারে বৃষ্টি


প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ১৫ মে ২০১৭

রাজধানী ঢাকাসহ সারাদেশে ঝড়োহাওয়াসহ বৃষ্টিপাত হচ্ছে। সারাদিন প্রচণ্ড গরম থাকলেও সোমবার রাত আনুমানিক সোয়া ১১টার পর থেকে প্রবল ঝড়ো হাওয়াসহ মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়।

আবহাওয়া অধিদফতরের কর্তব্যরত কর্মকর্তা রুহুল কুদ্দুস জানান, রাত ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত রাজধানীতে ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৭৪ কিলোমিটার। এছাড়া বিমানবন্দরে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮৩ কিলোমিটার।

রাজধানীর বাইরে টাঙ্গাইল, গাজিপুর ও ময়মনসিংহেও প্রবল ঝড়োহাওয়াসহ বৃষ্টিপাত হয়েছে। মাঝরাতে রাজধানীতে আরেক দফা ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে বলে তিনি জানান।

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতক্ষীরায় ৩৬ ডিগ্রি ও সর্বনিম্ন বরিশাল, কুমারখালী, মাইজদি কোর্ট ও মাদারিপুরে ২২ ডিগ্রি সেলসিয়াস।

এমইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।