সুন্দরবনে ফের জাহাজডুবিতে সংসদীয় কমিটির উদ্বেগ
সুন্দরবনে আবারো জাহাজডুবির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি মোহাম্মদ হাছান মাহমুদের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সারবাহী ওই জাহাজটি উদ্ধারে দ্রুত পদক্ষেপ নেয়ার পাশাপাশি এই দুর্ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয় সুপারিশ করা হয়েছে কমিটির পক্ষ থেকে।
বৈঠক শেষে কমিটির সভাপতি মোহাম্মদ হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, সুন্দরবনের ভিতর আবারো জাহাজ ডুবি হলো কেন তা খতিয়ে দেখতে হবে। তিনদিন অতিবাহিত হলেও জাহাজটি উদ্ধার হয়নি। এটা গ্রহণযোগ্য নয়। কমিটির পক্ষ থেকে দ্রুত উদ্ধারে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
তিনি বলেন, মংলা-ঘষিয়াখালি রুটটি চালু হলেও এই রুট বন্ধ হয়ে যাবে। এজন্য মংলা-ঘষিয়াখালি চ্যানেল খননের কাজ দ্রুত শেষ করতে বলা হয়েছে। এছাড়া নিষিদ্ধ পলিথিন বন্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে বলেও তিনি জানান।
বৈঠকে জানানো হয়, বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ইটের প্রয়োজনীয়তা বিবেচনায় রেখে পরিবেশ ও প্রতিবেশের ওপর ক্ষতিকর ও বিরূপ প্রভাব রোধ এবং দূষণ নিয়ন্ত্রণে ইট ভাটাসমূহের আধুনিকায়নের কাজ চলছে।
ইতোমধ্যে ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী বছরের মধ্যে বাকী কাজ শেষ হবে। কমিটি এই কাজ দ্রুত শেষ করার তাগিদ দিয়েছে। এছাড়া বৈঠকে সব ধরণের বিজ্ঞাপনচিত্রে পরিবেশবান্ধব চিন্তা-চেতনা, প্রতিশ্রুতি ও দায়বদ্ধতা তুলে ধরার জন্য বিজ্ঞাপন নির্মাতাদের সচেতন করতে মন্ত্রণালয়কে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।
বৈঠকে কমিটির সদস্য পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন, উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, নবী নেওয়াজ, মো. ইয়াহ্ ইয়া চৌধুরী, টিপু সুলতান ও মজিবুর রহমান চৌধুরী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এইচএস/একে/আরআইপি