মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার
মহ. শহীদুল ইসলামকে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশার নিযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মহ. শহীদুল ইসলামকে আগামী ৩ মে অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
অবসর উত্তর ছুটি ভোগরত বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের কর্মকর্তা মহ. শহীদুল ইসলামকে তার অবসর উত্তর ছুটি বাতিলের শর্তে এ নিয়োগ দেয়া হয়েছে।
বিএ/আরআইপি