শিল্পী নভেরা আহমেদের মৃত্যুতে সিপিবির শোক


প্রকাশিত: ০৩:৩০ পিএম, ০৭ মে ২০১৫

শিল্পী নভেরা আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন তারা।

বিবৃতিতে তারা বলেন, ভাস্কর নভেরা আহমেদ চিন্তা-চেতনায় ছিলেন একজন প্রকৃত আধুনিক মানুষ। পশ্চাদপদ, পুরুষতান্ত্রিক সমাজের নানা বাধা অতিক্রম করে তিনি আত্মমর্যাদা সম্পন্ন একজন মানুষ হয়ে উঠেছিলেন। এজন্য তাকে পশ্চাদপদতা, পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে তীব্র লড়াই করতে হয়েছে।

তারা বলেন, নভেরা প্রচলিত সমাজ ভাঙার লড়াইয়ে ব্রতী ছিলেন। তার স্বাধীনচেতা স্বভাব তাকে সমুন্নত মস্তকে দাঁড় করিয়েছিল সকল বিপরীত স্রোতের সামনে।

বিবৃতিতে সিপিবি নেতারা প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারবর্গ ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।