শাহজালালে এমপির পিস্তল থেকে গুলি


প্রকাশিত: ০৮:৩৯ এএম, ১৫ মে ২০১৫

রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে ঠাঁকুরগাও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলামের পিস্তল থেকে অসাবধানতাবশত গুলি বের হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
 
শুক্রবার ভোর ৬টা ২২ মিনিটে অভ্যন্তরীণ টার্মিনালের ইউএস বাংলা কাউন্টারে এ ঘটনা ঘটে। যশোরগামী এ এমপি তখন তার লাইসেন্স করা পিস্তলটি জমা দিতে কাউন্টারে গিয়েছিলেন।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এম কে জাকির হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিমানবন্দর থানায় জবানবন্দি দেয়ার পর তাকে ছেড়ে দেয়া হয়েছে।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।