ফখরুলদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৩ জুলাই


প্রকাশিত: ০৮:২৭ এএম, ১৯ মে ২০১৫

মতিঝিলে ককটেল বিস্ফোরণ ঘটনায় দায়েরকৃত মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানির দিন ২৩ জুলাই ধার্য করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক জাকিয়া পারভীন সময়ের এই আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন।

এর আগে মির্জা ফখরুলকে কারাগার থেকে আদালতে হাজির না করায় তার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবা অভিযোগ গঠন পিছানোর জন্য সময়ের আবেদন করেন।

উল্লেখ্য, ২০১২ সালের ৯ ডিসেম্বর মতিঝিল থানা এলাকায় পর পর দুইটি ককটেল বিস্ফোরণ হয়। এ ঘটনায় মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মোকারম হোসেন মামলাটি দায়ের করেন। পরের বছর ১৪ ডিসেম্বর মতিঝিল থানার উপ-পরিদশক (এসআই) এস এম আজিজুল হক বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলসহ ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

জেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।