২১ মে শুরু হচ্ছে আন্তর্জাতিক ট্যুরিজম মেলা
বাংলাদেশ ট্যুরিজম উন্নয়ন ফাউন্ডেশনের (বিএফটিডি) আয়োজনে আগামী ২১ মে থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পঞ্চমবারের মতো শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক ট্যুরিজম মেলা-২০১৫।
মঙ্গলবার সকালে রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ট্যুরিজম উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ. এম. হাকিম আলী।
উক্ত সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, মেলায় বাংলাদেশসহ মোট ১৫টি দেশের ৫৫ টি এয়ারলাইনস, হোটেল-মোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর অংশগ্রহণ করবে। মেলায় স্টল থাকছে ১৩৫টি। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে এই মেলা।
মেলা উদ্বোধন করবেন, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
জেআর/আরআইপি