নতুন মেরিন একাডেমিগুলোতে ২০১৭ সালে ভর্তি


প্রকাশিত: ০৯:৫২ এএম, ১৯ মে ২০১৫

বরিশাল, সিলেট, রংপর ও পাবনা মেরিন একাডেমি প্রতিষ্ঠার কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে উল্লেখ করে নৌ-পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে এসব একাডেমিতে ২০১৭ সাল থেকে ক্যাডেট ভর্তির কার্যক্রম শুরু হবে। সোমবার দুপুরে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৪তম বৈঠকে এ তথ্য জানানো হয়।  

কমিটি সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য নৌ-পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শাজাহান খান, আব্দুল হাই, এম আব্দুল লতিফ, রণজিৎ কুমার রায়, আনোয়ারুল আজীম (আনার) এবং মমতাজ বেগম অংশ নেন।  

বৈঠকে বাংলাদেশ মেরিন একাডেমিতে অধ্যয়নরত মধ্যবিত্ত এবং নিম্মবিত্ত পরিবারের মেধাবী শিক্ষার্থীদের পড়াশুনার সুযোগ সৃষ্টির সুপারিশ করে সংসদীয় কমিটি। এ জন্য শিক্ষার্থীদের স্বল্পসুদে ঋন দেয়ার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিঠি দিতে পরামর্শ দেয়া হয়।
 
বৈঠক শেষে কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম উত্তম জাগো নিউজকে বলেন, অনেক মেধাবী ছাত্র-ছাত্রী গরিব হওয়ায় বাংলাদেশ মেরিন একাডেমিতে পড়ালেখার সুযোগ পান না। তাদের জন্য ব্যাংক ঋনের ব্যবস্থার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

তিনি আরো বলেন, বরিশাল, সিলেট, রংপর ও পাবনা মেরিন একাডেমিতে ২০১৭ সালে ভর্তি শুরু হবে বলে কমিটিকে জানিয়েছে মন্ত্রণালয়।

সূত্র জানায়, বৈঠকে চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ মেরিন একাডেমি কর্তৃপক্ষ এবং ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় ।

চট্রগ্রাম বন্দরে অতি দ্রুত নিউমুরিং কন্টেইনার টার্মিনাল চালু করা এবং চট্রগ্রাম বন্দরে ব্যবহারের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি মূল উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছ থেকে কেনার বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কমিটি।

ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটকে কারীগরী শিক্ষা বোর্ডের আদলে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট বোর্ড করার বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
 
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ২০১২ সালের সেপ্টেম্বরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে (একনেক) বরিশাল, পাবনা, রংপুর ও সিলেটে চারটি মেরিন একাডেমি স্থাপনের একটি প্রকল্প হাতে নেয়া হয়। বৈঠকে প্রকল্পটির জন্য ৩৪ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দেয়া হয়।

এইচএস/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।