বেতন বাড়ায় বাড়বে বাড়ি ভাড়া


প্রকাশিত: ১০:৫২ এএম, ২০ মে ২০১৫

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ি ভাড়াও বেড়ে যাবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু। বুধবার সকালে ধানমণ্ডিস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্ট্যাডিজ (বিল্স) কার্যালয়ে এক অনুষ্ঠানের মন্ত্রী মন্তব্য করেন।

মুজিবুল হক চুন্নু বলেন, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা ঠিকই বাড়ছে। কিন্তু এতে সাধারণ শ্রমিকদের তেমন কোনো লাভ হচ্ছে না। ফলে বাড়ি ভাড়া বাড়লে তাদের জীবনযাপন বেহাল দশায় পড়বে।

‘শ্রম আইন, শ্রম সংক্রান্ত নীতিমালা এবং শ্রমবিষয়ক রিপোর্টিং’ শীর্ষক সাংবাদিকদের জন্য দু’দিনব্যাপী ওরিয়েন্টেশন সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শ্রমিকদের কল্যাণে যেভাবে কাজ করার কথা, সেভাবে করা হচ্ছে না। শ্রমিকদের সমস্যাগুলো যথাযথ ফোকাস হওয়া প্রয়োজন।

সেমিনারে বিল্স-এর চেয়ারম্যান মো. হাবিবুর রহমান সিরাজের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন বিল্স-এর ভারপ্রাপ্ত মহাসচিব মো. জাফরুল হাসান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিল্স নির্বাহী পরিষদের সম্পাদক ডা.ওয়াজেদুল ইসলাম খান, বাংলাদেশ লেবার ফেডারেশন ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম সমন্বয়কারী শাহ মো. আবু জাফর, বিল্স-এর সহকারী নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, বিল্স এর অ্যাডভোকেট অফিসার নজরুল ইসলাম, সদস্য সাংবাদিক আতাউর রহমান ও প্রোগ্রাম অফিসার কোহিনূর মাহমুদ।

জেআর/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।