পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশির ওপর হামলা, আহত ২


প্রকাশিত: ০৯:০৭ এএম, ২৩ মে ২০১৫

গাজীপুরের কালীগঞ্জে পূর্ব শক্রতার জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশির ওপর হামলার খবর পাওয়া গেছে। এ ঘটনায় নারীসহ কমপক্ষে ২ জন আহত হয়েছেন। এ ব্যাপারে শনিবার সকালে ভুক্তভোগী বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।  

অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার উপজেলার নাগরী ইউনিয়নের ধনুন গ্রামের সমর গোমেজের স্ত্রী মারিয়া গোমেজ (৪৫) বাড়ি সংলগ্ন মাঠে গরু চড়ানোকে কেন্দ্র করে প্রতিবেশি টুনু রড্রিক্স, লিমন রড্রিক্স, লিয়ন রড্রিক্স, জোসনা রড্রিক্স ও লাকি গোমেজের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে এর জের ধরে তারা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সমর গোমেজের বাড়িতে প্রবেশ করে তাদের পরিবারের সবাইকে প্রাণনাশের হুমকি দিয়ে অকথ্য ভাষায় গালাগাল করেন। এসময় মারিয়া গোমেজ এর প্রতিবাদ করলে তার উপর হামলা চালানো হয়। হামলার সময় সমর স্ত্রীকে উদ্ধার করতে গেলে তাকেও আঘাত করা হয়। এতে মারিয়া মাথায় ও পিঠে গুরুতর রক্তাক্ত জখম হন। এসময় তাদের পরিবারের অন্য সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যান। পরে পরিবার ও স্থানীয়দের সহযোগিতায় মারিয়াকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
 
এদিকে বাড়িতে সমর গোমেজ একা থাকার সংবাদ শুনে পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা পুনরায় তার বাড়িতে প্রবেশ করে তাকে এলোপাথারি কোপাতে থাকেন। এতে সমর রক্তাক্ত জখম হন। এসময় তার আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসার আগে বাড়ি থেকে লুটপাট করে পালিয়ে যান। পরে সমরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় মারিয়া গমেজ বাদী হয়ে শনিবার কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, এই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের ব্যাপারে চেষ্টা অব্যাহত রয়েছে।        

এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।