দক্ষিণ কেরানীগঞ্জে অস্ত্রসহ যুবক আটক


প্রকাশিত: ০৫:৩২ পিএম, ২৮ মে ২০১৫

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে একটি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর কেরানীগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ।

আটককৃতের নাম সোহেল (২৮)। সন্ধ্যা ৭টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের কবুতরপাড়া থেকে তাকে আটক করেন র‌্যাব-১০ ব্যাটালিয়ন সদস্যরা।

মেজর শামীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোহেলকে অস্ত্রসহ আটক করা হয়েছে। সে এখন র‌্যাব-১০ এর হেফাজতে রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে রাতেই তাকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

জেইউ/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।