বন্যায় ঠাকুরগাঁও-পঞ্চগড় রেল চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৫ পিএম, ১২ আগস্ট ২০১৭

বন্যার কারণে উত্তরাঞ্চলের ঠাকুরগাঁও থেকে পঞ্চগড় পর্যন্ত রেল চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উত্তরাঞ্চলের বেশির ভাগ নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নীলফামারী, লালমনিরহাটের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। তিস্তার পাশাপাশি বুড়ি তিস্তা, কুমলাই, দেওনাই, চুড়ালকাটা ও নাউতরা নদীর পানি বৃদ্ধির ফলে নদীর দুই পাশে বসবাসরত শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

Panchagarh-Rall

রেলপথ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঠাকুরগাঁও থেকে পঞ্চগড় পর্যন্ত রেললাইনের ওপর বন্যার পানি প্রবাহিত হওয়ায় একাধিক জায়গায় রেললাইন এক থেকে পাঁচ ফুট পানির নিচে তলিয়ে গেছে। একই সঙ্গে লাইনে কিছু গর্ত হওয়ার কারণে ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ের মধ্যে চলাচলকারী শাটল ট্রেন বন্ধ আছে।

রেললাইন থেকে পানি অপসারিত হলে ও লাইন সংস্কার শেষে এই রুটে ট্রেন চালানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

আরএমএম/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।