রমজানের নিরাপত্তায় প্রস্তুত ডিবি


প্রকাশিত: ০৭:৫৪ এএম, ১৭ জুন ২০১৫

রমজানে ঢাকাবাসীকে নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এজন্য রাজধানীতে বিশেষ অভিযানসহ সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বুধবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের একথা বলেন ডিবি পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।

তিনি বলেন, রমজানে অজ্ঞান পার্টি, ছিনতাই ও জাল টাকা চক্রের আনাগোনা বেড়ে যায়। তাই জনসাধারনের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে ডিবি। রমজানে নিরাপত্তায় বিশেষ অভিযান চালাবে ডিবি।

মনিরুল ইসলাম আরো বলেন, রমজানে ডিবি পুলিশের টিম কয়েকটি স্তরে নিরাপত্তা দিবে। মাঠে থাকবে মোবাইল টিম। বিভিন্ন শপিংমল ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা দেওয়া হবে।

ঈদে নাড়ির টানে সবাই বাড়ি যাবে, রাজধানীতে তাদের ফাঁকা বাসাগুলোতেও নজরদারী রাখার কথা জানালেন মনিরুল।
 
এআর/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।