জামায়াতকে চিঠি দেয়নি ইসি


প্রকাশিত: ০৩:৪১ এএম, ১৯ জুন ২০১৫

পুরানো আর্থিক বছরের আয়-ব্যয়ের হিসাব চেয়ে  ৪০ রাজনৈতিক দলকে চিঠি দিলেও জামায়াতে ইসলামীকে চিঠি দেয়নি নির্বাচন কমিশনে (ইসি)। চিঠিতে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে এ হিসাব দিতে বলা হয়েছে।

নির্বাচনে অংশ নিতে ২০০৮ সালে নিবন্ধন বাধ্যতামূলক হওয়ার পর ৩৯টি দল তালিকাভুক্ত হয়। পরে সংশোধিত গঠনতন্ত্র দিতে ব্যর্থ হওয়ায় ২০০৯ সালে ফ্রিডম পার্টি নিবন্ধন বাতিল করা হয়। দশম সংসদ নির্বাচনের আগে তিনটি দল নিবন্ধিত তালিকা যোগ হলেও নিবন্ধন অবৈধ ঘোষিত হওয়ায় বাদ পড়ে জামায়াত। বর্তমানে ইসির তালিকায় ৪০টি রাজনৈতিক দল নিবন্ধিত রয়েছে।

এইচএ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।