২৫ বছরে প্রায় ৪ লাখ নারী কর্মী বিদেশে : প্রবাসীকল্যাণ মন্ত্রী


প্রকাশিত: ০৮:৩১ এএম, ২৪ জুন ২০১৫

১৯৯১ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে তিন লাখ ৯২ হাজার ৬৫৬ জন নারী কর্মী প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে রাজশাহী-৩ আসনের আয়েন উদ্দিনের টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ১৯৯১ সাল থেকে বিদেশে নারী কর্মী প্রেরণ করা শুরু হয়। সে হিসেবে ২০১৫ সাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে তিন লাখ ৯২ হাজার ছয়শত ৫৬ জন নারী কর্মী প্রেরণ করা হয়েছে।

এর মধ্যে ২০১৪ সালে ৭৬ হাজার সাতজন নারী কর্মী বিদেশ গমন করেছে যা মোট নারী কর্মীর ১৭.৮৫ শতাংশ। আর ২০১৫ সালের জানুয়ারি-মে পর্যন্ত ৪০ হাজার তিনশত ৮৭ জন নারী কর্মী বিদেশ গমন করেছে যা মোট গমনের ২০.৩ শতাংশ।

বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, জর্ডান, হংকং, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবসহ বিশ্বের ৬৭টি দেশে নারী কর্মী পাঠানো হয়েছে।

চট্টগাম-১১ আসনের এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, নারী কর্মীদের নিরাপত্তার জন্য বিভিন্ন দেশের বাংলাদেশ দূতাবাস/হাইকমিশনের তত্ত্বাবধানে সেইফ হোম প্রতিষ্ঠা করা হয়েছে।  

রাজশাহী-৪ আসনের এনামুল হকের এক লিখিত প্রশ্নের উত্তরে প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, কিছু অসাধু রিক্রুটিং এজেন্সির অতিরিক্ত অর্থলিপ্সায় অধিক অভিবাসন ব্যয়ে বিদেশ গমনের কারণে ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া এবং বেশি বেতনের আশায় নিয়োগকর্তার নিকট পালিয়ে অন্যত্র কাজ করা প্রভৃতি কারণে বেশ কিছু সংখ্যক কর্মী অবৈধ হয়ে পড়ে। সরকারের কূটনৈতিক প্রচেষ্টায় মালয়েশিয়া, সৌদি আরব ও ইরাকে অবৈধ হয়ে পড়া প্রায় ১১ লাখ বাংলাদেশি শ্রমিককে বৈধতা দেয়া সম্ভব হয়েছে। প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, যারা ফৌজদারি অপরাধে দণ্ডিত হননি, তাদেরকে দূতাবাস হতে প্রয়োজনীয় সহয়তা দিয়ে দেশে ফেরত আনা হয়।

কুমিল্লা-৮ আসনের নুরুল ইসলাম মিলনের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ২০১৪ সালে বিশ্বের বিভিন্ন দেশে মোট চার লাখ ২৫ হাজার ৬৮৪ জন বাংলাদেশি কর্মী বিদেশ গমন করেছেন এবং রেমিটেন্সের পরিমাণ ১৪ দশমিক ৯৩ বিলিয়ন ডলার। ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ১৬০ দেশে ৩০ লাখ ৩০ হাজার ৪৩৮ জন কর্মী বিদেশি কর্মসংস্থান লাভ করেছেন।

এইচএস/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।