কেন্দুয়ায় সংঘর্ষের ঘটনায় আহত নায়েব আলীর মৃত্যু
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের গোপালাশ্রম গ্রামে শনিবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত নায়েব আলী (৫৮) মারা গেছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এ ঘটনায় শান্তু মিয়া (৪০), হারিছ উদ্দিন (৫০), রুবেল হোসেন (১৫), মাহিনুর (১২), আব্দুর রশিদ (৬৫), আহির উদ্দিন (৪০), রেণু মিয়া (২৫), আনজু মিয়া (৫৫) ও সাদেক মিয়াসহ (৩০) আরো অর্ধশত লোক ঢাকা মেডিকেল কলেজ ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিন ঘটনার খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে মঞ্জু, বাবুল, নজরুল, জব্বিল, জালাল, এনামুল ও ডালিম নামে ৭ জনকে আটক করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জাগো নিউজকে জানায়, গোপালাশ্রম গ্রামের ফারদিল মিয়া ও একই গ্রামের ওয়াহিদ মিয়ার মধ্যে স্থানীয় বাজারে মাছ কেনার আধিপত্যকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। গত শুক্রবার বিকেলে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে এতে কয়েকজন আহত হন। এরই জের ধরে পরদিন শনিবার সকাল ১১টার দিকে উভয়পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হন। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশত লোকজন আহত হন। এ ঘটনায় এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব জাগো নিউজকে জানান, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সংঘর্ষে আহত নায়েব আলী মারা গেছেন ।
কামাল হোসাইন/এমজেড/পিআর