মূল্যস্ফীতি বেড়েছে দশমিক ৬ শতাংশ


প্রকাশিত: ১১:৫৮ এএম, ০৭ জুলাই ২০১৫

পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ২০১৫ সালের জুন মাসের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৬ ধমমিক ২৫ শতাংশে। একই বছরের মে মাসে এ হার ছিল ৬ দশমিক ১৯ শতাংশে। এক মাসে দশমিক ৬ শতাংশ মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান। তিনি দাবি করেন, রমজানের কারণে এ মাসে মূল্যস্ফীতি সামান্য একটু বেড়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়য়ের তথ্য কর্মকর্তা তাপস চন্দ্র বোস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান।

পরিকল্পনা মন্ত্রী বলেন, ২০১৪-১৫ অর্থবছরের গড় মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ৪১ শতাংশ। এটি গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন। সরকারের লক্ষ্য ছিল বছরের গড় মূল্যস্ফীতি ৬ দশমিক ৫০ শতাংশের মধ্যে রাখা। সরকার তা করতে পেরেছে। এটা সরকারের সক্ষমতারও প্রমাণ বহন করে।

জুন মাসের মূল্যস্ফীতি থেকে দেখা যায়, খাদ্য খাতে মূল্যস্ফীতি ৬ দশমিক ৩২ শতাংশ। গত মাসে তা ছিলো ৬ দশমিক ২৩ শতাংশ। অপরদিকে, খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ১৫ শতাংশ। গত মাসে তা ছিল ৬ দশমিক ১৪ শতাংশ। এ হিসাব পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে করা।

এদিকে, গ্রামের ক্ষেত্রে সাধারণ মূল্যস্ফীতি ৫ দশমিক ৯ শতাংশ। খাদ্য খাতে এ হার ৫ দশমিক ৭৬ শতাংশ এবং খাদ্য বর্হিভূত খাতে ৬ দশমিক ১৬ শতাংশ।

অপরদিকে, শহরের ক্ষেত্রে সাধারণ মূল্যস্ফীতি ৬ দশমিক ৯১ শতাংশ। খাদ্য খাতে এ হার ৭ দশমিক ৬৪ শতাংশ এবং খাদ্য বর্হিভূত খাতে ৬ দশমিক ১৪ শতাংশ।

একনেক পরবর্তী সভায় আরো জানানো হয়, এ বছরের মে ও জুন মাসে জাতীয় মজুরি হার যথাক্রমে ৯ দশমিক ৪৪ ও ৯ দশমিক ৪৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এমএম/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।