যমুনা ফিউচার পার্ক : ক্রেতা আকর্ষণে আধুনিক পোশাকের পসরা


প্রকাশিত: ০৬:৫১ পিএম, ০৭ জুলাই ২০১৫

ক্রেতা আকর্ষণে চোখ জুড়ানো সব আধুনিক পোশাকের পসরা সাজিয়েছেন রাজধানীর অত্যাধুনিক শপিংমল যমুনা ফিউচার পার্কের বিক্রেতারা। সব শ্রেণির ক্রেতাদের সামর্থ্যের পোশাকের সমারোহ থাকায় এখানে ক্রেতা-দর্শনার্থীদের ভীড় লক্ষ্য করার মতো।

মঙ্গলবার বিকেলে যমুনা ফিউচার পার্কের বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, গেল সপ্তাহের তুলনায় ক্রেতা সমাগম বেড়েছে। দেখা গেছে নানা বয়সি মানুষের পদচারণা।

নামিদামি ব্র্যান্ডের সব পোশাকের পসরা সাজিয়েছে যমুনা ফিউচার পার্কের প্রত্যেকটি শোরুম। সকালের চেয়ে বিকেলে ক্রেতা সমাগম বেশি হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা। ঈদের আগের সরকারি ছুটির দিনে এখানে বিক্রি সবচেয়ে বেশি হবে বলে আশা করছেন তারা।

মঙ্গলবার বিকেলে ঘুরে দেখা গেছে, যমুনা ফিউচার পার্কের নিচতলায় মেট্রো ফ্যাশন মার্কেটের জেন্টেল পার্ক, গো গ্রাসি, আড়ং, ইনফিনিটি, ক্যাটস আই, নবরূপা, সাদাকালো, দেশী দশসহ বিভিন্ন শোরুম ‍ও দোকানে মানুষের উপচে পড়া ভিড়।

ইনফিনিটি মেগা মলের আউটলেট ম্যানেজার সাঈদ মো. সায়েম জাগোনিউজকে বলেন, গত বছরের তুলনায় এবার বিক্রি বেড়েছে। তবে এখনো পুরোদমে বিক্রি শুরু হয়নি। দু’দিন পর শুক্র ও শনিবার সরকারি ছুটি। শুক্রবার থেকে পুরোদমে জমে উঠবে বেচাকেনা।

যমুনা ফিউচার পার্ক শাখা আড়ংয়ের ম্যানেজার পারভীন শায়লা মিতা জাগোনিউজকে বলেন, এখানে প্রথমবারের মতো শোরুম স্থাপন করেছে আড়ং। বেচাকেনাও ভালো হচ্ছে।

তিনি বলেন, “আমাদের এখানে দেশি বিদেশী সব ক্রেতা আকর্ষণীয় ও মানসম্পন্ন পোশাকের পসরা সাজানো হয়েছে। ক্রেতাদের পছন্দ ও সামর্থ্য দুটোকেই সমান প্রাধান্য দেওয়া হয়েছে। আশা করছি কোনো ক্রেতা কিছু না কিনে আড়ংয়ে এসে ফিরে যাবেন না।”

অঞ্জন্স এর আউটলেট ম্যানেজার কামরুল ইসলাম বলেন, বিক্রি ভালই হচ্ছে। পাঞ্জাবি, শাড়ি, টি-শার্ট, শার্ট, প্যান্ট, বিভিন্ন দেশি বিদেশি কসমেটিক্স, কিডস আইটেম, লেডিস হোমটেক্স আইটেম, ডল সামগ্রীসহ বিভিন্ন এক্সেসরিজের নতুন সব পণ্যের সমাহার এখানে।

নবরুপা ফ্যাশনস-এর যমুনা ফিউচার পার্ক শাখার ম্যানেজার পারভীন জানান, দাম ও মান দুটোই এখানে গুরুত্ব দিয়ে এখানে সাজানো হয়েছে পোশাকের পসরা। এখানে মূল পণ্য পাঞ্জাবি ও শাড়ি। নির্ধারিত মূল্যেই পণ্য বিক্রি হচ্ছে। পাঞ্জাবির দাম ৮৮০ থেকে ৬৮০০ টাকা এবং শাড়ির দাম ৫৫০ থেকে ১৩ হাজার টাকা পর্যন্ত। ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ডধারীদের জন্য এখানে সব পণ্যে রয়েছে ৭% ডিসকাউন্ট সুবিধাও।

এছাড়া যমুনা ফিউচার পার্কের জেন্টেল পার্ক, গো গ্রাসি, ক্যাটস আই, সাদাকালো, দেশী দশ, আল মাস্ক, কিডস লাইভ, আলিফ ফ্যাশন, কুইন পার্ল, আল হারমাইন, কে ক্র্যাফ্ট, জারা, জেরিন, খা-জারা, লাভেনডার, টেক্সমার্ট, ফিট এলিগেন্স, লিভাইসসহ অন্য পোশাকের দোকানেও ভীড় লক্ষ্য করা গেছে।

মার্কেটের জুতার দোকানগুলোর মধ্যে বাটা, গ্যালারি এপেক্স, জিলস, লট্টো ইত্যাদি দোকানে ক্রেতাদের বেশি ভীড় চোখে পড়ার মতো।

যমুনা ফিউচার পার্কে ক্রেতাদের জন্য বিভিন্ন ব্র্যান্ডে রয়েছে বিভিন্ন অফার। ক্যাশ ব্যাক, বিশেষ ডিসকাউন্ট আর কুপনের নানা উপহার। কেনাকাটা ছাড়াও এখানে মনোরঞ্জনে ইস্টকোর্টে সার্কাসের আয়োজনও লক্ষ্য করা মতো। ক্রেতাদের আকর্ষণ বাড়াতে ওয়েস্টকোর্টে থাই ঈদ মেলায় মিলছে থাই পোশাক ও প্রসাধনী।

জেইউ/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।