ইজতেমায় চাঁদাবাজির অভিযোগে আটক ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৯ এএম, ১৩ জানুয়ারি ২০১৮
প্রতীকী ছবি

বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের কাছ থেকে চাঁদা আদায় করার অভিযোগে দুই চাঁদাবাজকে আটক করেছে পুলিশ। শুক্রবার উত্তরার কামরপাড়ার তুরাগ নদীর তীর থেকে তাদেরকে আটক করে তুরাগ থানা পুলিশ। আটককৃতরা হলেন নাঈম ও জুবায়ের।

পুলিশের উত্তরা জোনের সহকারী কমিশনার (এসি) তাপস কুমার দাস বলেন, চাঁদাবাজির অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নাম করে চাঁদাবাজি করছিল। এ সময় তাদের কাছে চাঁদা আদায়ের ভুয়া রশিদও ছিল। পরবর্তীতে বিআইডব্লিউটি এর চেয়ারম্যানের কাছে যোগাযোগ করা হলে তাদেরকে ভুয়া বলে জানান।

এ ঘটনায় তুরাগ থানায় তাদের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।

এআর/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।