ঈদের ছুটি শেষে অফিস খুলছে আজ
ফাইল ছবি
পবিত্র ঈদুল ফিতরের তিনদিনের ছুটি শেষে সচিবালয়সহ সরকারি বিভিন্ন অফিস খুলছে (আজ) সোমবার। তবে ছুটি শেষ হলেও অফিসগুলোতে কর্মতৎপরতা কম থাকবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, মন্ত্রিসভার নিয়মিত বৈঠক সোমবার অনুষ্ঠিত হলেও ছুটির পর প্রথম অফিস হওয়ায় আজ তা হচ্ছে না বলে জানা গেছে। মন্ত্রিপরিষদ বিভাগের জনসংযোগ কর্মকর্তা উপসচিব আ ফ ম আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঈদের ছুটি থাকায় মন্ত্রিসভা বৈঠক আয়োজনের প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করা যায়নি। এ জন্য সোমবার মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে না।
উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতর শনিবার পালিত হয়েছে। ঈদের দিনের সঙ্গে এর আগের ও পরের দিন সরকারি ছুটি থাকে। এর সঙ্গে আরো দুই একদিন অতিরিক্ত ছুটি নিয়েছেন অনেকেই। ফলে এ সপ্তাহের শেষের দিকে কর্মব্যস্ত হয়ে উঠবে অফিসগুলো।
এসআইএস/এমএস