সংসদ ভবনের লেকে ৮শ’ কেজি পোনা অবমুক্ত
জাতীয় সংসদের লেকে ৮শ` কেজি বিভিন্ন দেশীয় মাছের পোনা অবমুক্ত করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
বৃহস্পতিবার জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৫ উপলক্ষে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়াধীন মৎস্য অধিফেতরের উদ্যোগে আয়োজিত জাতীয় সংসদ ভবন লেকে মাছের পোনা অবমুক্ত করেন তিনি ।
এ সময় স্পিকার বলেন, মাছ উৎপাদন বৃদ্ধিতে সংসদ সদস্যদের তাদের নিজ নিজ এলাকায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে হবে। মৎস্যখাত দেশের অত্যন্ত সম্ভাবনাময় খাত। খাদ্য নিরাপত্তা, দারিদ্র বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে দেশের মৎস্যখাত আমাদের অর্থনীতিতে তাৎপর্যপূর্ণ অবদান রেখে চলছে। তাই মৎস্য খাতের উন্নয়নে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, জেলে সমাজের উন্নয়নে তাদের নিবন্ধন ও আইডি কার্ড প্রদান একটি প্রশংসনীয় ও যুগান্তকারী উদ্যোগ। মৎস্য সম্পদের সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধি করতে হলে জেলেদের জীবনমানেরও উন্নয়ন ঘটাতে হবে।
স্পিকার বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক দেশের সকল জলাশয়কে মৎস্য চাষের কাজে লাগানোর উদ্যোগ প্রশংসার দাবি রাখে। প্রতিবছর মৎস্য সপ্তাহ পালন মৎস্য চাষ সম্পর্কে সকলকে সচেতন করার পাশাপাশি মৎস্য সম্পদের সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে অনেক অবদান রাখবে। তিনি মৎস্য খাতের উন্নয়নে সকলকে আরো সচেতন ও তৎপর হওয়ার আহ্বান জানান।
পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মো. ছায়েদুল হক, জাতীয় সংসদের প্রধান হুইপ আ.স.ম ফিরোজ, হুইপ মো: শহিদুজ্জামান সরকার, ইকবালুর রহিম, মাহবুব আরা গিনি এবং সংসদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সংসদ ভবন লেকে তিন ধরনের মাছের পোনা মাছ অবমুক্ত করা হয়। এর মধ্যে কাতলা ৩২০ কেজি/৯৬০০টি, রুই ২৪০ কেজি/৭২০০টি এবং মৃগেল ২৪০ কেজি/৭২০০ টি।
এ সময় জাতীয় সংসদ সচিবালয় এবং মৎস্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এইচএস/এসকেডি/এমআরআই