বাগেরহাট-৩ উপনির্বাচন ২৬ জুন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১১ পিএম, ১৭ মে ২০১৮

শূন্য হওয়া বাগেরহাট-৩ (রামপাল-মংলা) সংসদীয় আসনের উপনির্বাচন ২৬ জুন। রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় ২৪ মে। বাছাই ২৭ মে ও প্রত্যাহারের শেষ দিন ৩ জুন।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. নুরুজ্জামানকে সেখানকার রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, ওই আসনের সংসদ সদস্য তালুকদার আবদুল খালেক এমপি পদ ছেড়ে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী হন। মঙ্গলবার তিনি বিএনপির প্রার্থীকে পরাজিত করে মেয়র হন। এ কারণে আসনটি শূন্য রয়েছে।

এইচএস/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।