স্ত্রী হত্যার দায়ে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড


প্রকাশিত: ০৭:০৫ এএম, ০৭ জুলাই ২০১৪

স্ত্রী হত্যার দায়ে ঢাকা পঙ্গু হাসপাতালের সহযোগী অধ্যাপক মোজাম্মেল হোসেন ও তার সহযোগী সামসুন্নাহার নারগিসকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার ঢাকা জেলা ও দায়রা জজ আব্দুল মজিদ দুপুর ১২টায় এ রায় দেন।

রায়ে আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডের অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের ঘোষণা দেওয়া হয়। জেলা জজ আদালতের পেশকার শায়েকুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।